শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মহাসড়কে ঈদের আগে-পরে ৬দিন ট্রাক-লরি-ভ্যান নয়

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগে ও পরে মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের এক  সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে সড়কপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ একটি নিয়ন্ত্রণকক্ষও চালু করেছে।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগের তিন ও পরের তিন— মোট ছয় দিন মহাসড়কে সব ধরনের ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার। তবে খাদ্যদ্রব্য, পচনশীল খাদ্যদ্রব্য, পোশাকসামগ্রী, ওষুধ, কাঁচা চামড়া ও জ্বালানি বহনকারী ট্রাক এবং এ-জাতীয় যানবাহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর