শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ই-টোকেন ছাড়াই জ্যেষ্ঠ নাগরিকরা পাবেন ভারতীয় ভিসা

কূটনৈতিক প্রতিবেদক

আগামী রবিবার থেকে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের বাংলাদেশি প্রবীণ নাগরিকদের ভিসা আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার সাক্ষাৎকারের তারিখ/ই-টোকেন নেওয়ার প্রয়োজন নেই। জ্যেষ্ঠ নাগরিকরা নিজেরাই বাংলাদেশের যে কোনো ইন্ডিয়ান ভিসা সার্ভিস  সেন্টারে গিয়ে ভিসার আবেদন জমা দিতে পারবেন। গতকাল ঢাকার ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। হাইকমিশন জানিয়েছে, সম্প্রতি ভারত সরকার ৬৫ বছর বয়স ঊর্ধ্ব বাংলাদেশি নাগরিকদের জন্য ৫ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পাওয়ার যোগ্যতা অর্জন করবেন বলে ঘোষণা দিয়েছে। এটি প্রবীণদের জন্য শুভেচ্ছা নিদর্শনস্বরূপ একটি পদক্ষেপ। এতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতীয় ভিসা পাওয়ার সুবিধা আরও এক ধাপ উন্নীত হবে বলে আশা করছে হাইকমিশন।

সর্বশেষ খবর