মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভুয়া কাগজে পুলিশকর্তা হতে গিয়ে যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাংলাদেশ পুলিশ একাডেমিতে ভুয়া কাগজপত্র নিয়ে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগ দিতে গিয়ে এক যুবক আটক হয়েছেন। রবিবার রাতে আটকের পর গতকাল বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম আবু রায়হান (২৫)। বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চররাঘব গ্রামে। বাবার নাম মো. বদিউজ্জামান। রাজশাহীর চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, রবিবার দুপুরে ওই যুবক ভুয়া নিয়োগপত্রসহ প্রয়োজনীয় সব কাগজ নিয়ে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ক্যাডেট শাখায় ৩৫তম বহিরাগত ক্যাডেট এসআই হিসেবে যোগ দিতে যান। এ সময় পুলিশ একাডেমির পক্ষ থেকে তার কাগজপত্র যাচাই করা হলে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়। এরপর তাকে চারঘাট থানায় সোপর্দ করে। ওসি জানান, আবু রায়হানের এ প্রতারণার চেষ্টায় পুলিশ একাডেমির ক্যাডেট শাখার পুলিশ পরিদর্শক শেখ এনামুল হক থানায় মামলা করেছেন। গতকাল বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর