বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
কারাবন্দীর অর্থদণ্ড

পরিশোধ পদ্ধতি সহজ করল সুপ্রিমকোর্ট

নিজস্ব প্রতিবেদক

কারাদণ্ড ও অর্থদণ্ড পাওয়া কোনো আসামির কারাভোগ শেষে মুক্তি সহজ করতে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিমকোর্ট। অর্থদণ্ড পরিশোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালতের অনুমতি ছাড়াই আসামির প্রতিনিধি বা আত্মীয়স্বজন আসামির কারাদণ্ড শেষ হওয়ার আগে বা পরে সরাসরি ট্রেজারি চালানের মাধ্যমে এই অর্থ পরিশোধ করতে পারবেন। কারা কর্তৃপক্ষ এ বিষয়টি যাচাই করে নিশ্চিত হয়ে আসামিকে মুক্তি দেবেন। আগে এক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হতো। কারা ও অর্থদণ্ডে দণ্ডিত কারাবন্দীদের অর্থদণ্ড পরিশোধ সহজীকরণ বিষয়ে এমন নির্দেশনা দিয়ে গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিমকোর্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থদণ্ড ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাংকে জমা দেওয়ার পর চালানের কপি কারাবন্দী যে কারাগারে সাজা ভোগ করেছেন, সরাসরি সেই কারাগার কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।

সর্বশেষ খবর