মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিশ্ব পর্যটন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ বিশ্ব পর্যটন দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘সকলের জন্য পর্যটন : সর্বজনীন পর্যটনের অভিগম্যতা’। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার উদ্যোগে ১৯৮০ সাল থেকে প্রতি বছর ২৭ সেপ্টেম্বর এ দিবসটি পালিত হয়ে আসছে। এ দিবসের প্রধান উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণকারীদের সঙ্গে পর্যটন কেন্দ্রের সেতুবন্ধ গড়ে তোলা। এ ছাড়া পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াই এ দিবসের লক্ষ্য।

 

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ পর্যটন সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে আজ রাজধানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগ ও জেলাগুলোতেও নানা কর্মসূচি পালন করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর