রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

চ্যানেল আই-ইনসেপ্টা লিডারশিপ প্রোগ্রামের নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক

চ্যানেল আই-ইনসেপ্টা লিডারশিপ প্রোগ্রামের নিবন্ধন শুরু

ওয়াইএলপির লোগো উম্মোচন করেন অতিথিরা -- বাংলাদেশ প্রতিদিন

তারুণ্যের মেধা ও শক্তি পুঁজি করে আগামীর নেতৃত্ব তৈরিতে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন ইয়াং লিডারশিপ প্রোগ্রামের (ওয়াইএলপি) চতুর্থ আসরের পর্দা উঠেছে। একই সঙ্গে শুরু হয়েছে নিবন্ধনও।

গতকাল রাজধানীর ওয়েস্টিন হোটেলে লোগো উন্মোচনের মধ্য দিয়ে এ রিয়েলিটি শোর এবারের আসরের কার্যক্রম শুরু হয়। চ্যানেল আইয়ের এ কার্যক্রমে সহযোগিতা করছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ওয়াইএলপির মূল উদ্দেশ্য জানিয়ে বক্তব্য দেন আয়োজনের প্রধান বিচারক ইনসেপ্টার ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির। চ্যানেল আই ওয়াইএলপি পাওয়ার্ড বাই ইনসেপ্টার এ আয়োজনে অংশ নিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন করা শিক্ষার্থীরা ২৫ অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে পারবেন www.ylpchi.com ঠিকানায়। বিভিন্ন পর্যায় পেরিয়ে বিচারকরা স্কলারশিপের জন্য নির্বাচিত করবেন ১০ মেধাবী শিক্ষার্থীকে। দেশকে হৃদয়ে ধারণ করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ওয়াইএলপির ফিউচার লিডাররা এগিয়ে আসবেন বলে বিশিষ্টজনেরা আশা করছেন। গত তিন বছরে এ রিয়েলিটি শোর মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ মেধাবী শিক্ষার্থী। স্কলারশিপ নিয়ে তারা উচ্চশিক্ষা নিয়েছেন ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম ও মালয়েশিয়ায়। আগামীর নেতৃত্ব উন্নত বাংলাদেশের ধারা এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছেন এখনকার নেতৃত্ব। তারুণ্যোদ্দীপ্ত ভবিষ্যৎ লিডারদের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম নুরুন্নবী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিচারক তসলিম আহমেদ, প্রকল্পপ্রধান ফারজানা ব্রাউনিয়াসহ বিশিষ্টজনেরা।

সর্বশেষ খবর