শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ভর্তি পরীক্ষায় জালিয়াতি ১৩ ভর্তিচ্ছুর কারাদণ্ড

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ভর্তি পরীক্ষায় জালিয়াতি ১৩ ভর্তিচ্ছুর কারাদণ্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ক ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ১৩ ভর্তিচ্ছুকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ১৩ ভর্তিচ্ছুকে এ সাজা প্রদান করে। সাজাপ্রাপ্তরা হলেন ইমরান খান সুজন, সাবিয়া ইসলাম নওরীন, আল ইমরান, আকাশ খন্দকার, জাহিদ হাসান, তারিক চৌধুরী, অবণী রায়, মাহমুদুল হাসান তারেক, সাদমান ইয়াছির, আল-আমিন, ইসতিয়াক আহমেদ, জুলকার নাইন নির্ঝর ও সঞ্চিতা রানী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, পরীক্ষার সময় সন্দেহজনক গতিবিধি দেখে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরতরা ওই ১৩ জনকে আটক করেন। তারা মোবাইল ফোনে এসএমএস ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতি করছিল।

সর্বশেষ খবর