শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জনবলের অভাবে শত কোটি টাকার আইসিইউ অব্যবহূত

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল

সামছুজ্জামান শাহীন, খুলনা

জনবলের অভাবে শত কোটি টাকার আইসিইউ অব্যবহূত

নামে বিশেষায়িত হলেও খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নেই জরুরি রোগীদের জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ সেবা। দুই বছর আগে হাসপাতালটিতে প্রায় শত কোটি টাকা দামের আইসিইউর সব ধরনের আধুনিক যন্ত্রপাতি বসানো হয়েছে। কিন্তু চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত জনবল না থাকায় তা এখনো চালু করা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সময়মতো চালু না হওয়ায় আইসিইউর অনেক যন্ত্রাংশ এখন নষ্ট হওয়ার পথে। আর সরকারি ব্যবস্থাপনায় এ সেবা না পেয়ে অনেক গরিব ও মধ্যবিত্ত পরিবারের রোগীদের যেতে হয় খুলনার দুটি বেসরকারি হাসপাতালে। সহায়সম্বল বিক্রি করে মেটাতে হয় চিকিৎসা ব্যয়। আবার ব্যয়বহুল এ সেবা গ্রহণ অনেক সময় দুরূহ বলেই বিনা চিকিৎসায় জীবনপ্রদীপ নিভে যায় কারও কারও।

জানা গেছে, ২০১৪ সালে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে আইসিইউর জন্য অবকাঠামো সুবিধাসহ বিশ্বের সর্বাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়। এখানে একই সঙ্গে ১০ শয্যায় মুমূর্ষু রোগীর কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের জন্য কয়েক কোটি টাকা দামের ভেনটিলেটর, মনিটরসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে। সার্বক্ষণিক রোগীর শারীরিক পরীক্ষার জন্য স্থাপন করা হয়েছে আধুনিক প্যাথলজি বিভাগ। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নিজস্ব অক্সিজেন প্লান্ট ও সরবরাহব্যবস্থা স্থাপন করা হয়েছে। কিন্তু জনবলের অভাবে দীর্ঘ দুই বছর ধরে এসব সেবা বন্ধ পড়ে রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের এই ইউনিটটি চালুর জন্য ২০ জন প্রশিক্ষিত স্টাফ নার্স, ১২ জন মেডিকেল অফিসার ও ৫ জন অ্যানেসথেসিয়া চিকিৎসক প্রয়োজন। সর্বশেষ ৩০ আগস্ট স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউ পরিস্থিতি অবহিত করে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের দাবি জানায়। তার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ভুক্তভোগীদের স্বজনরা জানান, খুলনায় ব্রেন-স্ট্রোক ও হার্ট-স্ট্রোকের জরুরি রোগীদের সরকারি ব্যবস্থাপনায় আইসিইউ সেবা না থাকায় তাদের শরণাপন্ন হতে হয় মহানগরীর দুটি বেসরকারি প্রতিষ্ঠানের। প্রতিদিন যার ভাড়া দিতে হয় ৫ থেকে ১১ হাজার টাকা। কেউ বুঝে না বুঝে ওইসব হাসপাতালে চিকিৎসা নিয়ে পরে সহায়সম্বল বিক্রি করে চিকিৎসা ব্যয় পরিশোধ করতে বাধ্য হন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চিকিৎসকের অভিযোগ, বেসরকারি হাসপাতালের আইসিউ ব্যবসা রমরমা রাখতেই সরকারি হাসপাতালে আইসিইউ সেবা পরিকল্পিতভাবে চালু করা হয় না।

সর্বশেষ খবর