শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কেপিএমের কাছেই কেজিডিসিএলের ৫০ কোটি টাকা পাওনা

১৮ বার চিঠি দিয়েও সাড়া নেই

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

এক সরকারি প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) কাছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)-এর ৪৯ কোটি ৯২ লাখ ৮৭ হাজার ৩৬ টাকা পাওনা। এসব টাকা আদায়ে কেজিডিসিএল কেপিএমের কাছে ১৮ বার তাগাদা পত্র দিয়েছে। তাতেও আশানুরূপ কোনো সাড়া মিলছে না।

কেজিডিসিএল সূত্রে জানা যায়, কেপিএমের কাছে শিল্প খাতে গ্যাস বিল বাবদ (সারচার্জসহ) ১৫ কোটি ৭৩ লাখ ২৩ হাজার ২৪৪, ক্যাপটিভ পাওয়ার খাতে গ্যাস বিল বাদ (সারচার্জসহ) ৩৩ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার ৫৩৪ ও শিল্প খাতে গ্যাস বিল বাবদ (সারচার্জসহ) ৩১ লাখ ৭৬ হাজার ২৫৮ টাকা পাওনা রয়েছে। এসব বকেয়া প্রদানে কেজিডিসিএল তাগাদা দিয়ে ১৮ বার চিঠিও দিয়েছে। কিন্তু এ ব্যাপারে কেপিএমের পক্ষ থেকে আশানুরূপ সাড়া মিলছে না। সর্বশেষ ২১ সেপ্টেম্বর এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয় বলে জানা যায়। ৬ অক্টোবরের মধ্যে পাওনা পরিশোধের জন্য অনুরোধ করে দেওয়া ওই চিঠিতে বলা হয়, ‘অন্যথায় আর কোনোরকম যোগাযোগ ছাড়াই বকেয়ার কারণে গ্যাস বিক্রয় চুক্তিপত্রের শর্তানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এ ছাড়া সরকারি অন্য প্রতিষ্ঠান আমিন জুট মিলের কাছেও প্রায় ৫ কোটি টাকা পাওনা আছে বলে জানা যায়। কেপিএমের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (অপারেশন) গোলাম সারওয়ার বলেন, ‘টাকার অঙ্কটা যেহেতু বড়, তাই আমাদের প্রধান কার্যালয় নিয়মিত পরিশোধ করে আসছে। তা ছাড়া আমরাও এখান থেকে সাধ্যমতো পরিশোধ করে আসছি। সর্বশেষ ২০ মার্চ চেকের মাধ্যমে গ্যাস বিল বাবদ ১৮ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ৩৮৮ টাকা পরিশোধ করেছি।’

সর্বশেষ খবর