শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সিলেটে উৎসবমুখর আয়কর মেলা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটে উৎসবমুখর পরিবেশে চলছে আয়কর মেলার কার্যক্রম। মেলায় কর কর্মকর্তাদের আতিথেয়তা কাটিয়ে দিচ্ছে নতুন করদাতাদের মনের ভেতর জমিয়ে রাখা দীর্ঘদিনের করভীতি। আর পুরাতন করদাতারাও মেলায় এসে বিনা হয়রানিতে রিটার্ন দাখিল করতে পেরে খুশি। সারাবছর কর অফিসে এমন করবান্ধব পরিবেশ বজায় থাকলে কর প্রদানে মানুষ আরও আগ্রহী হয়ে ওঠবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ১ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে শুরু হয় সপ্তাহব্যাপী আয়কর মেলা। উদ্বোধনের পর থেকেই  দেখা গেছে মেলায় আয়কর প্রদানে আগ্রহীদের ভিড়। কেউ আসছেন রিটার্ন দাখিল করতে বা ই-টিআইএন সংগ্রহ করতে। আবার কেউ জেনে নিচ্ছেন কর প্রদানের পদ্ধতি। তিনদিনে মেলা থেকে আদায় হয়েছে প্রায় ১১ কোটি টাকা। আর করসেবা গ্রহণ করেছেন আড়াই হাজারের বেশি মানুষ। আজ শুক্রবার ও কাল শনিবার সরকারি ছুটি হওয়ায় মেলায় কর আদায়ের পরিমাণ আরও বাড়বে বলে আশাপ্রকাশ করছেন কর কর্মকর্তারা।

আয়কর দিতে আসা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা গীতা রাণী শর্মা বাংলাদেশ প্রতিদিনকে জানান, মেলায় এসে আয়কর দিতে কোন ঝামেলা পোহাতে হয়নি। কর কর্মকর্তাদের আন্তরিকতা ও সহযোগিতায় কোন ধরণের হয়রানি ছাড়াই আয়কর দিতে পেরেছেন। এরকম সেবার ব্যবস্থা সারাবছর কর কর্তৃপক্ষ করতে পারলে মানুষ আয়কর প্রদানে আরও আগ্রহী হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর