শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সরকারি শিক্ষক শুধুই কাগজে-কলমে!

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জাতীয়করণ করার ছয় মাসের মাথায় দ্বিতীয় পর্যায়ে গেজেটভুক্ত করার সাড়ে তিন বছর পেরিয়ে গেছে। এখন পর্যন্ত দেশের পৌনে দুই হাজার জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সরকারি বেতন-ভাতা পাচ্ছেন না। ফলে তারা মানবেতর জীবন কাটাচ্ছেন।

এদিকে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক যথাযথ বিধি অনুযায়ী নিয়োগ করা হলেও জাতীয়করণ করার পর শিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের সহকারী শিক্ষক হিসেবে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন প্রধান শিক্ষকরা। শিগগিরই বেতন-ভাতা প্রদান এবং প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষক হিসেবে গেজেট প্রকাশের দাবিতে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ আহ্বান করেছে জেলা দ্বিতীয় ধাপে জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর