শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দেড় কোটি টাকার নিষিদ্ধ ওষুধ জব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার বাবুবাজার মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার আমদানিনিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল দুপুরে মিটফোর্ড রোডের রহিম মেডিসিন মার্কেটে ওষুধ প্রশাসন অধিদফতর ও র‌্যাব-১০ যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় আমদানিনিষিদ্ধ বিদেশি ওষুধ বিক্রির দায়ে সাত ফার্মেসিকে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। ড্রাগ সুপার সৈকত কুমার কর জানান, বাবুবাজারের রহিম মেডিসিন মার্কেটের বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের আমদানিনিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধ ওষুধ বিক্রির দায়ে বিক্রমপুর ট্রেডার্স ও শাওন ট্রেডার্সকে ২ লাখ টাকা করে, নরম্যান ড্রাগ স্টোরকে আড়াই লাখ, বাশার ড্রাগ হাউসকে দেড় লাখ এবং সাহারা ড্রাগ স্টোর, টুম্পা ড্রাগস ও শাকিল ড্রাগ হাউসকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া রাজধানীর রামপুরা ও মিরপুরে আরেকটি অভিযানে ছয় প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান ঢাকা জেলা প্রশাসক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে পরিচালনা করে। এপিবিএন-৫-এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, রামপুরার বনশ্রীতে অবৈধভাবে কাপড় আমদানি ও বিক্রির দায়ে আতাহারুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর