শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চার বছরে জাতিসংঘ ১২০ কোটি ডলার সহায়তা করবে

‘জাতিসংঘ উন্নয়ন সহায়তা ফ্রেমওয়ার্ক (ইউএসডিএএফ) ২০১৭-২০২০

কূটনৈতিক প্রতিবেদক

চার বছরে জাতিসংঘ ১২০ কোটি ডলার সহায়তা করবে

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে আগামী চার বছরের জন্য জাতিসংঘ বাংলাদেশকে ১২০ কোটি মার্কিন ডলার সহায়তা করবে। গতকাল এ বিষয়ে ঢাকার জাতিসংঘ কার্যালয় বাংলাদেশ সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে। এর আগের চুক্তিটি পাঁচ বছর মেয়াদি ছিল। তবে এবার সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রক্ষার জন্য এক বছর কমানো হয়েছে। জাতিসংঘের ঢাকা অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘে আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াটকিল বলেন, ‘জাতিসংঘ উন্নয়ন সহায়তা ফ্রেমওয়ার্ক (ইউএসডিএএফ) ২০১৭-২০২০ হিসেবে পরিচিত এ চুক্তির মূল উদ্দেশ্য হলো—টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে সরকারকে সহযোগিতা করা যেন তা সবার জন্য সমানভাবে প্রযোজ্য এবং সমন্বিতভাবে কার্যক্ষম হয়। এই ফ্রেমওয়ার্কটি জাতিসংঘের সংস্থাসমূহের এসডিজি  সম্পর্কিত কাজের অগ্রাধিকার তৈরি এবং লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য একটি পথনির্দেশক হিসেবে কাজ করবে। একই সঙ্গে এই ফ্রেমওয়ার্ক ভিশন ২০২১ এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর