Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ৪ নভেম্বর, ২০১৬ ০২:৪১

হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন দুই কথাসাহিত্যিক

সাংস্কৃতিক প্রতিবেদক

হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন দুই কথাসাহিত্যিক
হাসান আজিজুল হক - স্বকৃত নোমান

হাসান আজিজুল হক ও স্বকৃত নোমান পেয়েছেন এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার-২০১৬। সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে আর নবীন সাহিত্য শ্রেণিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ স্বকৃত নোমানকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। পুরস্কার হিসেবে হাসান আজিজুল হককে প্রদান করা হবে পাঁচ লাখ টাকা ও স্বকৃত নোমানকে প্রদান করা হবে এক লাখ টাকা। এছাড়া তাদের ক্রেস্ট, উত্তরীয় এবং সনদ প্রদান করা হবে। আগামী ১২ নভেম্বর বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হবে। গতকাল বিকেলে বাংলা একাডেমির সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ পুরস্কারের ঘোষণা দেন অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম। এ সময় এক্সিম ব্যাংকের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি, অন্যদিনের নির্বাহী সম্পাদক আবদুল্লাহ নাসের প্রমুখ উপস্থিত ছিলেন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতিকে ধরে রেখে দেশের কথাসহিত্যিকদের সম্মাননা প্রদান ও নতুন কথাসাহিত্যিকদের স্বীকৃতি প্রদান করাই এ পুরস্কার প্রদানের মূল লক্ষ্য।


আপনার মন্তব্য

এই পাতার আরো খবর