শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রধানমন্ত্রী হাঙ্গেরি যাচ্ছেন সোমবার

স্বাক্ষর হবে ৪ চুক্তি

কূটনৈতিক প্রতিবেদক

প্রধানমন্ত্রী হাঙ্গেরি যাচ্ছেন সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সোমবার তিন দিনের সফরে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট যাচ্ছেন। মূল উপলক্ষ পানি সম্মেলন হলেও এ সফরকে দ্বিপক্ষীয় বলে ঘোষণা করেছে ঢাকা ও বুদাপেস্ট। সে হিসেবে দুই দেশের সরকারপ্রধান পর্যায়ে এটাই প্রথম দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর। হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জোনাস আদেরের আমন্ত্রণে এ সফরে প্রধানমন্ত্রী হাঙ্গেরির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি যৌথভাবে বাংলাদেশ-হাঙ্গেরি বিজনেস ইকোনমিক ফোরামের উদ্বোধন করবেন। সফরে দুই দেশের মধ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী গতকাল মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, তিন দিনব্যাপী অনুষ্ঠেয় পানি সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘ওয়াটার কানেক্টস’। জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টসমূহের পানি ও পয়ঃনিষ্কাশনসংক্রান্ত লক্ষ্যগুলো বাস্তবায়নের করণীয় নির্ধারণ এবং প্যারিস জলবায়ু চুক্তিতে অন্তর্ভুক্ত পানিসংশ্লিষ্ট বিষয়গুলোর অগ্রগতি পর্যালোচনা করা এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত পানিবিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের একজন সম্মানিত সদস্য। এ প্যানেলের অন্য সদস্যরা হলেন মরিশাস, মেক্সিকো, হাঙ্গেরি, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, পেরু ও সেনেগালের রাষ্ট্রপতি এবং অস্ট্রেলিয়া, জর্ডান ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী। মেক্সিকো, মরিশাস, তাজিকিস্তান, জর্ডানের রাষ্ট্র/সরকারপ্রধানসহ জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, নীতি গবেষণা প্রতিষ্ঠান, সুশীলসমাজ এবং অন্যান্য সংশ্লিষ্ট সেক্টরের বিশেষজ্ঞ প্রতিনিধিরা এ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে সহায়তাদানকারী এবং স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশগুলোর মধ্যে হাঙ্গেরি অন্যতম। এ ছাড়া ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর, বহুমাত্রিক ও সৌহার্দ্যপূর্ণ। এরই ধারাবাহিকতায় সরকার হাঙ্গেরির সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক নবায়ন, গভীর ও বিস্তৃত করতে আগ্রহী। এ পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর হাঙ্গেরি সফর অত্যন্ত তাত্পর্যপূর্ণ। এ সময় পররাষ্ট্র ও বাণিজ্য সম্পর্কিত নিয়মিত কনসালটেশন, পানি ব্যবস্থাপনা, কৃষি এবং দুই দেশের ব্যবসায়ীদের চেম্বারের মধ্যে সহযোগিতাবিষয়ক চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন। পাশাপাশি বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের সমন্বয়ে একটি বাণিজ্য প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় রয়েছে। প্রধানমন্ত্রী ৩০ নভেম্বর ঢাকা ফিরবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লস সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সচিব শহীদুল হক ও অন্য পদস্থ কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর