শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
জেলা পরিষদ নির্বাচন

পাঁচ বিভাগে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ বিভাগের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার  মনোনয়ন বোর্ডের সভায় তিন স্তরের জরিপ আর তৃণমূলের প্রস্তাব বিশ্লেষণ করে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দল সমর্থিত প্রার্থী চূড়ান্ত করা হয়। বাকি চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলা পরিষদগুলোর দল সমর্থিত প্রার্থী চূড়ান্ত করতে আজ সন্ধ্যা ৬টায় আবারও গণভবনে মুলতবি সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের স্বার্থে সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নারায়ণগঞ্জের দলীয় নেতা-কর্মীদের প্রতি আবারও নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি চাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে প্রার্থীকে বিজয়ী করে আনুক।’ তিনি বলেন, নেতা-কর্মীদের জনগণের ঘরে ঘরে যেতে হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সফলতা মানুষের কাছে তুলে ধরতে হবে। আওয়ামী লীগের পক্ষে জনসমর্থন আদায় করতে হবে। জনগণের ভোট নিশ্চিত করতে হবে। জানা গেছে, ৬১ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পাওয়ার জন্য আবেদন করেছেন আট শতাধিক নেতা। এবারই প্রথম জেলা পরিষদ নির্বাচনে ভোট দেবেন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর