শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে ইয়াবা কারখানা পাঁচজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর থেকে ইয়াবা তৈরির মেশিনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন— জসিমউদ্দিন ওরফে শিমুল, সৈয়দ তরিকুল ইসলাম ওরফে সুমন, আলী আকবর, জুবায়ের হোসেন জুয়েল ওরফে রাসেল এবং কির্তী আজাদ ওরফে টুটুল। তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির মেশিন, কাঁচামাল ও কেমিক্যাল উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ইয়াবা তৈরির ডিজিটাল মেশিনের সাহায্যে ঘণ্টায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উৎপাদনের লক্ষ্য ছিল মাদক ব্যবসায়ীদের। গ্রেফতারকৃত পাঁচজনের বিরুদ্ধে মাদক আইনে মিরপুর থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল ওই মামলায় তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত প্রত্যেকের এক থেকে তিন দিন রিমান্ড মঞ্জুর করে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক (পূর্ব) কামরুল ইসলাম। গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে যুগ্ম-কমিশনার (ডিবি) আবদুল বাতেন বলেন, মঙ্গলবার রাতে মিরপুর-২ নম্বর এলাকার একটি বাড়ি থেকে ইয়াবা তৈরির সরঞ্জামসহ ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর