শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশের সীমান্ত এলাকায় মানবিক কারণে আশ্রয় দেওয়া হচ্ছে। আর রোহিঙ্গা ইস্যুতে আলাপ-আলোচনার ভিত্তিতে সমাধান বের করতে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন দিয়েছে। বিদেশিরা আলোচনার ওপরই জোর দিয়েছেন। বাংলাদেশ এ সমস্যা সমাধানে মিয়ানমারে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরই আলোচনা চালিয়ে আসছে। প্রধানমন্ত্রী আলোচনার জন্য সেখানে বিশেষ দূত পাঠিয়েছেন। বিভিন্ন ফোরামে এ নিয়ে আলোচনা হয়েছে।

গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের জন্য আয়োজিত ব্রিফিং শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত এ ব্রিফিংয়ে অংশ নেন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রাজিল, চীন, জাপান, কোরিয়া, জাতিসংঘ, ভারত, সৌদি আরবসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আবাসিক প্রতিনিধি ও মিশনপ্রধান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর