শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাখি প্রদর্শনীতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

উত্তর আমেরিকার টার্কি পাখি একটি বিচিত্র ধরনের শব্দ করতে পারে। মানুষ হঠাৎ আঘাত পেলে যেমন ‘উহ’ করে উঠে তেমন। তবে একটু মোটা গলায়। পাঁচ বছরের জিয়াদের কণ্ঠটা এখনো তেমন মোটা হয়নি। এরপরও টার্কির সঙ্গে তার তাল মেলানোর চেষ্টা চলছিল। কিন্তু সাড়া মিলছিল না টার্কির কাছ থেকে। জিয়াদ হতাশ।

জিয়াদ আর একটি পাখিও দেখবে না। ভাইলেট, লুটিনো, বেঙ্গল, কাঠঠোঁট, বাজরিকার মতো সুদর্শন পাখিগুলোও সে দেখবে না। কারণটা জানালেন তার বাবা সাইফুর রহমান। তাদের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার গোসাগ্রামে। এক বছর আগের কথা। বাড়িতে ছিল একটি টার্কি। রোজ ভোরে জিয়াদ তার সঙ্গে বিচিত্র ওই শব্দটিতে মেতে উঠত। টার্কিটাও খুব সাড়া দিত। পাখিটা এত বেশি পোষ মেনেছিল, খাঁচায় বন্দী করে রাখার প্রয়োজন হতো না। মন চাইলে পুরো বাড়ি ঘুরে বেড়াত। মন চাইলে খাঁচায় গিয়ে বসত। একবার জিয়াদের ভীষণ জ্বর হলো। দুই দিন ধরে বিছানা ছেড়ে উঠতে পারল না। টার্কিও মুখে খাবার তুলল না। এর পরের দিন পাখিটা উড়ে গিয়ে বসল বাড়ির প্রাচীরঘেঁষা এক মস্ত শিমুল গাছে। উড়ে চলে গেল। আর এলো না। তাই এখন টার্কি দেখলেই তার সঙ্গে ওই শব্দ করে জিয়াদ। নগরীর রেলগেটে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের দ্বিতীয়তলায় কেইজ বার্ড অ্যাসোসিয়েশন অব রাজশাহী গতকাল থেকে খাঁচায় পোষা পাখির এই প্রদর্শনীর আয়োজন করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর