শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শাহজালালে ১৪৪ কার্টন সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানিনিষিদ্ধ ১৪৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল সকালে বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড গোডাউন থেকে ডানহিল ও লন্ডন ব্র্যান্ডের এসব সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড গোডাউনের ভিতরে অভিযান চালিয়ে আমদানিনিষিদ্ধ সিগারেটগুলো জব্দ করা হয়। এগুলো দুটি ব্যাগেজে লুকানো ছিল। শুল্ক করসহ জব্দ পণ্যের মূল্য প্রায় ১২ লাখ টাকা।

তিনি বলেন, প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা নিষেধ। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর