মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাহাজ ভাঙা শিল্পের উন্নয়নে মন্ত্রণালয়ের উদ্যোগ

নেওয়া হয়েছে কয়েকটি প্রকল্প

ফারুক তাহের, চট্টগ্রাম

দীর্ঘদিন পরে হলেও দেশের জাহাজ ভাঙা শিল্পের উন্নয়ন ও পরিবেশ দূষণ কমাতে বেশ কয়েকটি বড় ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে দেশের প্রায় রুগ্ন এই শিল্প পুনরুজ্জীবিত হবে বলে আশা করছেন শিপ ব্রেকিং ইয়ার্ড মালিকরা। প্রকল্পগুলো বাস্তবায়নের লক্ষ্যে গত মাসে শিল্প মন্ত্রণালয়, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও), বিআরএস, নরওয়েজিয়ান ডেভেলপমেন্ট অথরিটি (নোরাড), দাতা সংস্থা ইউনিডো, ইউএনডিপি, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের প্রতিনিধি দল চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো পরিদর্শন করে গেছেন। এ সময় উদ্যোক্তারা প্রতিনিধি দলকে জানান, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ শিল্পের অতি ক্ষতিকারক উপাদান রিসাইক্লিং ট্রিটমেন্টের মাধ্যমে ধ্বংস করা হলে দেশকে পরিবেশগত ক্ষতি থেকে রক্ষা করা যাবে। নরওয়ে সরকার ও দাতা সংস্থার প্রতিনিধিরা এ ক্ষেত্রে এগিয়ে আসার সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। শিপ ব্রেকিং ইয়ার্ড মালিকদের সূত্রে জানা গেছে, বর্তমানে চীন বেশ সস্তায় স্টিল বিক্রি করছে। পাশাপাশি ভারত-বাংলাদেশ ও পাকিস্তানে ইইউর পরিবেশ সংরক্ষণের উদ্যোগ দক্ষিণ এশিয়ার জাহাজ ভাঙা শিল্পে বিপর্যয় ডেকে এনেছে। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ীরা এখন অন্য ব্যবসার দিকে ঝুঁকছেন। তাদের আশঙ্কা, এ শিল্পের দিন প্রায় শেষ। গত দু’বছরে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের প্রায় অর্ধেক জাহাজ ভাঙা কারখানা বন্ধ হয়ে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর