শিরোনাম
মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

খুলনা সিটি প্রকৌশলী লিয়াকতের অবৈধ সম্পদের খোঁজে দুদক

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাহী প্রকৌশলী মো. লিয়াকত আলী খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এ কর্মকর্তার বিরুদ্ধে ৮৬ পাতার এমন অভিযোগ কয়েক দিন আগে দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে খুলনা দুদকের পরিচালককে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের একটি সূত্র এ তথ্য বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছে। দুদক সূত্র আরও জানায়, কেসিসির নির্বাহী প্রকৌশলী মো. লিয়াকত আলী খান ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে স্থানীয় পর্যায়ে ও রাজধানী ঢাকায় অগাধ সম্পদের মালিক হয়েছেন।

এসব সম্পদ নিজ ও পরিবারের সদস্যদের নামে-বেনামে রয়েছে বলে ৮৬ পাতার অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। সূত্র আরও জানায়, দুদকের খুলনা বিভাগীয় কার্যালয় থেকে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের পর অতি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কমিশন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর