শিরোনাম
মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নন-এমপিও শিক্ষকদের বেতন-ভাতা দাবি

নিজস্ব প্রতিবেদক

বেতন-ভাতা দাবি করেছেন বাংলাদেশ নন-এমপিও নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ফোরামের শিক্ষক নেতারা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে এক হাজার ৩৩৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে পড়াচ্ছেন এই শিক্ষকরা। এ অবস্থায় গত ২৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে শিক্ষকদের বেতন-ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়েই অনুমতিপ্রাপ্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করার কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোকারম হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর