রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
বার্ষিক মহড়া সমাপ্ত

সমুদ্র অর্থনীতি উন্নয়নে নৌবাহিনী ভূমিকা রাখবে

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উেক্ষপণসহ আধুনিক সমর কৌশল প্রদর্শন ও সন্ত্রাসবিরোধী কমান্ডো অপারেশনের মধ্য দিয়ে নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া এক্সারসাইজ ‘সেফ গার্ড-২০১৬’ গতকাল শেষ হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, চার ধাপে ১৫ দিন ধরে নৌবাহিনীর ৫৩টি যুদ্ধজাহাজ, সকল ঘাঁটি, মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট, হেলিকপ্টার, হাই স্পিড বোট ও নৌ কমান্ডো দলসহ নৌসদস্যদের সম্মিলিত প্রস্তুতি শেষে সমাপনী দিনে কাল্পনিক শত্রুপক্ষকে সফলভাবে নির্মূল করার মাধ্যমে এই মহড়া সম্পন্ন হয়। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বার্ষিক সমুদ্র মহড়া প্রত্যক্ষ করেন। তিনি বানৌজা বঙ্গবন্ধুতে পৌঁছলে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং কমান্ডার বিএন ফ্লিট কমোডর শেখ আরিফ মাহমুদ তাকে স্বাগত জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর