সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের আগেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছরে উন্নীতকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ (বিএসসিপি) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সম্মেলনে বিএসসিপির ঢাবি শাখার আহ্বায়ক মো. লোকমান হায়দার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি মো. ইমতিয়াজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস। লিখিত বক্তব্য পাঠ করেন মো. লোকমান হায়দার চৌধুরী। 

লিখিত বক্তব্যে বলা হয়, উন্নত বিশ্ব তাদের জনগণকে জনশক্তিতে রূপান্তরের ক্ষেত্রে বয়সের কোনো সীমারেখা নির্দিষ্ট করে রাখেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর