সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পূর্বাচলে ৭১ তলার দুই টাওয়ার হবে

—গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পূর্বাচলে ৭১ তলার দুই টাওয়ার হবে

একাত্তরের বিজয়ের স্মৃতি ধারণ করতে রাজধানীর অদূরে পূর্বাচলে ৭১ তলাবিশিষ্ট দুটি টাওয়ার নির্মাণ করা হবে, যেখানে স্টিলের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি গতকাল রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অডিটরিয়ামে আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্টিল স্ট্রাকচার নিউ ইরা ইন ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্র এবং স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসবিএমএ) যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মেসবাহুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রেসিডেন্ট প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঞা প্রমুখ।

সর্বশেষ খবর