শিরোনাম
শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বরিশাল সিটির বিএনপি-জামায়াতপন্থি ১১ কাউন্সিলর যে কোনো সময় বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) বিএনপি-জামায়াতপন্থি ১১জন কাউন্সিলরের বিরুদ্ধে দায়ের করা মামলার সবশেষ অবস্থা জানতে এসেছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ন সচিব অমিতাভ সরকার। গত বুধবার কঠোর গোপনীয়তা রক্ষা করে তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন তিনি। সরকার বিরোধী আন্দোলনের সময় দায়ের করা একাধিক মামলার আসামি ওই ১১ কাউন্সিলর। এরই মধ্যে ৪ কাউন্সিলরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তদন্তনাধীন অন্য মামলাগুলোও দ্রুত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দিতে যাচ্ছে পুলিশ। এমতাবস্থায় ১১ কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করাসহ তাদের বিরুদ্ধে কি ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়, তা তদারকি করতে বরিশাল এসেছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ন সচিব। অমিতাভ সরকারের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে বিএনপি-জামায়াতপন্থি ১১ কাউন্সিলরের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে বিসিসির একাধিক নির্ভরযোগ সূত্র। বিসিসি সূত্র জানায়, যুগ্ন সচিব অমিতাভ সরকার বুধবার মামলার আসামি কাউন্সিলদের সঙ্গে কথা বলেন এবং মামলার সব শেষ অবস্থার খোঁজ খবর নেন। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান, যুগ্ন সচিব অমিতাভ সরকার বুধবার নগর ভবনে এসে ১১ কাউন্সিলের বিরুদ্ধে দায়েরকৃত নাশকতার মামলার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। তিনি ঢাকায় ফিরে এ ব্যাপারে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর