শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শীতে চরম গ্যাস সংকট নিবুনিবু চুলায় রান্না

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

শীতে চরম গ্যাস সংকট নিবুনিবু চুলায় রান্না

চট্টগ্রামে শীতের শুরুতেই গ্যাসের সরবরাহ সংকটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে গৃহিণীদের। নিবুনিবু চুলায় গৃহিণীদের রান্না করতে হচ্ছে। তাও আবার সকালের রান্না দুপুরে আর দুপুরের রান্না সন্ধ্যায়।

জানা গেছে, দৈনিক গড়ে গ্যাসের চাহিদা ৪৫০ মিলিয়ন ঘনফুট। কিন্তু এর বিপরীতে বর্তমানে গ্যাস সরবরাহ হচ্ছে ২৫০ থেকে ২৬০ মিলিয়ন ঘনফুট। অথচ গত দুই মাস আগেও চট্টগ্রামে গ্যাস সরবরাহ হতো ২৮০ থেকে ২৯০ মিলিয়ন ঘনফুট।

এভাবে শীত এলেই চট্টগ্রামে গ্যাসের সরবরাহ কমে যায়। ফলে আবাসিক এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। সকালের নাস্তা করতে হয় দুপুরে। আর দুপুরের রান্না করতে হয় সন্ধ্যায়। এ সংকট দেখা দেয় হোটেল রেস্তোরাঁয়ও। গ্যাসের দেখা কখনো মিলে দুপুরে, কখনো সন্ধ্যায়, কখনো রাতে। শীত মৌসুম এলে প্রতি বছরই এ সংকট সঙ্গী হয়। পক্ষান্তরে গ্যাসের চাপ কম থাকলেও দাম বাড়ানোর  সিদ্ধান্ত  নিয়েছে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণকারী সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে।  

হালিশহরের গৃহিণী আরেফা বেগম বিউটি বলেন, শীত আসার পর থেকেই গ্যাসের চাপ কমে গেছে। আগে যে রান্না করতে এক ঘণ্টা সময় লাগত, এখন তা করতে দুই ঘণ্টা পর্যন্ত লেগে যাচ্ছে। চুলা জ্বলছে নিবুনিবু করে। আবার কখনো কখনো অনেকক্ষণ ধরে গ্যাসই থাকে না।     

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক খোন্দকার মতিউর রহমান বলেন, গ্যাস প্রাপ্তিতে চট্টগ্রামের অবস্থান শেষ প্রান্তে। তাই ন্যূনতম চাহিদার গ্যাসও কখনো কখনো মিলছে না।  তা ছাড়া প্রতি বছরই শীত মৌসুমে গ্যাসের চাহিদা বাড়ে। আবার এ সময়ই গ্যাসের চাপ কমে যায়। আশা করছি, এলএনজি প্রকল্প চালু হলে চট্টগ্রামের গ্যাস সংকট কাটবে।

ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, দাম বাড়ানোর যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। গ্যাসের দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা, শিল্প, বাণিজ্যিক, চা-বাগানসহ সবক্ষেত্রেই দাম বাড়বে। মাত্র এক বছরের ব্যবধানে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত দেশ-জাতির স্বার্থে অনুকূল তা ভেবে দেখা দরকার। তা ছাড়া গ্যাসের দাম বৃদ্ধির বিইআরসিতে অনুষ্ঠিত গণশুনানিতে কোম্পানিগুলো জোরালো কোনো যুক্তিও তুলে ধরতে পারেনি।

সর্বশেষ খবর