শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মাঘের শুরুতেই শৈত্যপ্রবাহ

ঢাকায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে

নিজস্ব প্রতিবেদক

ভরা শীতকালে বিদায় নিচ্ছে পৌষ মাস, কিন্তু  সে অর্থে রাজধানী ঢাকায় শীত অনুভূত হয়নি। ঢাকার বাইরে উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ হলেও আবহাওয়া অধিদফতরের রেকর্ড জানায়, গত বছরের তুলনায় এবার শীতের তীব্রতা কম। আগের বছরগুলোতে দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে এ সময় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল। আবহাওয়াবিদরা বলছেন, সাগরে লঘুচাপ থাকায় ডিসেম্বর মাস তথা পুরো পৌষ মাসজুড়ে তেমন একটা শীত পড়েনি। তবে পৌষে শীতের দেখা না মিললেও আসছে মাঘে শীত তার স্বরূপে ফিরবে। আবহাওয়ার পূর্বাভাসও বলছে, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত দেশে প্রতিদিনই শীতের তীব্রতা বৃদ্ধি পাবে। ঢাকায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। সেই হিসেবে এবার মাঘের শুরুতেই শীত তার দাপট দেখাতে পারে।  ঢাকায় ভোরে কুয়াশা পড়লেও রোদ চড়া হলেই মানুষকে আর গায়ে শীতবস্ত্র রাখতে হচ্ছে না। অনেক ক্ষেত্রে রাতেও শীতল বাতাস না বইলে নিম্নবিত্তরা পর্যন্ত গরম কাপড় খুব একটা পরেননি। নগরীতে বসবাসকারী গৃহিণীদের ভাষ্য অনুযায়ী, লেপ ও কম্বল ছাড়াই একটু মোটা কাঁথায়ই তারা পৌষ পার করে দিচ্ছেন। শীতের শুরু থেকেই এবার  সে অর্থে তারা শীত অনুভব করেননি। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এবার শীত মৌসুমে ডিসেম্বর মাসের প্রথমার্ধে এবং চলতি মাসের ৭-৮ তারিখে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যায়। কিন্তু সাগরে নিম্নচাপ ও লঘুচাপ থাকায় শীত তেমন অনুভূত হয়নি। বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়কে শীতকাল হিসেবে ধরা হয়। কিন্তু আবহাওয়া অধিদফতরের জানুয়ারি পর্যন্ত রেকর্ডকৃত গড় তাপমাত্রা বলছে, এই তাপমাত্রা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। এমনকি গত এক দশকে ডিসেম্বরে সারা দেশের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। আবহাওয়াবিদরা জানান, সাগরে ঘূর্ণিঝড় ও জলবায়ু পরিবর্তনে এবার ডিসেম্বরের শুরু থেকেই আবহওয়া উষ্ণ ছিল। সাধারণত বাংলাদেশে ডিসেম্বরের ১৫ থেকে জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত শীতের আধিক্য থাকে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই সময় বাংলার প্রকৃতিতে পৌষ মাস, যখন তীব্র শীত পড়ে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, আগামী দুই-তিন দিনের মধ্যে দেশে শীতের মাত্রা বৃদ্ধি পেতে পারে। মূলত দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির কারণে বর্তমানে বেশ শীত অনুভূত হচ্ছে। আবহওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার সারা দেশের তাপমাত্রা আরও কমতে পারে। এ সময় দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। সে ক্ষেত্রে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া ফেব্রুয়ারি মাসেও স্বাভাবিক শীত অনুভূত হবে। জানুয়ারিতে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি অথবা তীব্র এবং অন্যত্র কয়েকটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়াবিদরা আরও জানান, সাধারণত বছরের এ সময়ে লঘুচাপ দেখা যায় না। কিন্তু এবারের ঘটনা ব্যতিক্রম।

সর্বশেষ খবর