সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শিল্পায়নে নারীদের আরও অংশগ্রহণের আহ্বান শিল্পমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, নারীরা আজ কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই। তাদের আরও অগ্রসর করতে প্রশিক্ষণ প্রয়োজন। আর প্রশিক্ষণের মাধ্যমেই উন্নত ও দক্ষ নারী শ্রমিক গড়ে তোলা সম্ভব। দেশের মোট শিল্প উদ্যোগ ও ব্যবসার প্রায় ৯০ শতাংশ ক্ষুুদ্র ও মাঝারি খাতের আওতাভুক্ত। এসএমই হলো সবচেয়ে শ্রমঘন ও স্বল্প পুঁজিনির্ভর খাত। এ খাতের বিকাশ ঘটিয়ে অধিক কর্মসংস্থানের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের সুযোগ রয়েছে। গতকাল নগরীর অশ্বিনী কুমার হলে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের সহায়তায় তৃণমূল নারী উদ্যেক্তা সোসাইটি (গ্রাসরুটস) আয়োজিত ‘বেসিক বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী সরকারকে নারীবান্ধব উল্লেখ করে দেশের শিল্পায়নকে এগিয়ে নিতে নারীদের আরও অংশগ্রহণের আহ্বান জানান। শাহনাজ বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন, বাংলাদেশ ব্যাংক উপ-মহাব্যবস্থাপক আমজাদ হোসেন খান প্রমুখ।

সর্বশেষ খবর