সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
কলেজ শিক্ষক বদলি ও পদায়ন নীতিমালা

বছরে দুবারের বেশি আবেদন করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

সরকারি কলেজের শিক্ষক বদলি এবং পদায়নে অতিরিক্ত তদবির ঠেকাতে কিছু বিধি-নিষেধ আরোপ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে এক বছরে দুবারের বেশি বদলির আবেদন করতে পারবেন না এসব কলেজের শিক্ষকরা। এ ছাড়া এখন থেকে সরকারি কলেজে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকরা (প্রভাষক) চাকরির মেয়াদ দুই বছর না হওয়া পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় বদলি হতে পারবেন না। বদলি সংক্রান্ত সব ধরনের আবেদন করতে হবে ই-মেইলে। নির্ধারিত সময়ে বছরে দুইবার আবেদন করা যাবে। এমন আরও কিছু বিধি-নিষেধ যুক্ত করে গতকাল সরকারি কলেজের শিক্ষক বদলি ও পদায়নের একটি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এসব বিধি-নিষেধের পাশাপাশি সরকার ‘জনস্বার্থে’ যে কোনো কর্মকর্তাকে যে কোনো স্থানে বদলি করতে পারবেন বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর