বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ষোলশহরে নিত্য পানি সংকট

ফারুক তাহের, চট্টগ্রাম

ষোলশহরে নিত্য পানি সংকট

চট্টগ্রাম নগরীর ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের যোগাযোগব্যবস্থা মোটামুটি ভালো। কিন্তু সংকট নিরাপদ পানির। এ ছাড়া জলাবদ্ধতা, নিত্য যানজট, ডাস্টবিন সংকটের কারণে যেখানে-সেখানে পড়ে থাকে আবর্জনা। বেশির ভাগ স্থানে ওয়াসার লাইন থাকলেও প্রয়োজনীয় পানির সরবরাহ নেই। লাইনে পানি আসে শেষ রাতে। রাত জেগে পানি সংগ্রহ করতে হয়। নগরীর মূল অংশের একটি ওয়ার্ড হলেও এখানে নেই কোনো কলেজ ও সিটি করপোরেশনের কোনো উচ্চ বিদ্যালয়। জানা যায়, প্রায় ৮৫ হাজার বাসিন্দার এই ওয়ার্ডে ভোটার ৩৭ হাজার ৬০০। সাড়ে ৪ বর্গমাইলের এ ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় আছে চারটি, বেসরকারি উচ্চবিদ্যালয় পাঁচটি আর একটি দাতব্য চিকিৎসালয় আছে।

পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে বিগত মেয়াদে ৮ কোটি টাকা ব্যয়ে বিজ্যাখালী খাল খনন করা হয়েছে; যা জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরেজমিনে গিয়ে জানা যায়, অনেক ড্রেন এখন অস্তিত্বহীন। হারিয়ে যাচ্ছে খালগুলো। ফলে স্থায়ী হয় জলাবদ্ধতা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর