সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জলবায়ু সহায়তা পর্যাপ্ত নয় : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু সহায়তা পর্যাপ্ত নয় : অর্থমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গঠিত তহবিলে পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের তহবিলে যে পরিমাণ অর্থ আসার কথা তার চেয়ে অনেক বেশি অর্থ খরচ করছে বাংলাদেশ সরকার। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ইনক্লুসিভ বাজেটিং অ্যান্ড ফাইনান্সিং ফর ক্লাইমেট রিসাইলেন্স প্রজেক্ট’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘের বড় দেশগুলোর নানা জটিলতার কারণে জয়বায়ু পরিবর্তনে আর্থিক সহযোগিতা তেমন পাওয়া যাচ্ছে না। বিভিন্ন দেশের মতো বিশ্ব জলবায়ু পরিবর্তনের সুযোগ বাংলাদেশকে কাজে লাগাতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর