বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক বছরেও পূর্ণাঙ্গ হলো না সিলেট বিএনপির কমিটি

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

এক বছরেও পূর্ণাঙ্গ হলো না সিলেট বিএনপির কমিটি

সম্মেলনের পর এক বছরেও পূর্ণাঙ্গ হয়নি সিলেট জেলা ও মহানগর বিএনপির কমিটি। চার সদস্যের জেলা ও তিন সদস্যের কমিটি দিয়েই চলছে দলটির মহানগর শাখার কার্যক্রম। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কয়েক দফা উদ্যোগ নিয়েও দলের নেতারা কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি। ফলে দুই বছর মেয়াদের কমিটি এক বছর সময় পার করতে যাচ্ছে আংশিক কমিটি দিয়েই। সর্বশেষ জেলা ও মহানগর নেতারা পূর্ণাঙ্গ কমিটি নিয়ে কেন্দ্রে গেলেও তা অনুমোদন পায়নি। দলের ত্যাগী ও পরীক্ষিতদের বাদ দিয়ে কমিটি করায় তা কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়নি বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এ নিয়ে দলের নেতা-কর্মীদের মাঝেও চলছে অসন্তোষ। ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি তৎকালীন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভোটের মাধ্যমে জেলা শাখায় আবুল কাহের শামীম সভাপতি, আলী আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে সমানসংখ্যক ভোট পান হাসান পাটোয়ারী রিপন ও এমরান আহমদ চৌধুরী। পরবর্তীতে রিপনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া মহানগর শাখায় নাসিম হোসাইন সভাপতি, বদরুজ্জামান সেলিম সাধারণ সম্পাদক ও মিফতাহ সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের পর দ্রুততম সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেন কেন্দ্রীয় নেতারা। কিন্তু এক বছর সময়েও জেলা ও মহানগর শাখার কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি।দলীয় সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা পূর্ণাঙ্গ কমিটির তালিকা নিয়ে কেন্দ্রে যান। তারা কমিটি অনুমোদনের জন্য তা জমাও দেন। কিন্তু ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে একপেশে কমিটি করা হয়েছে এমন অভিযোগ করে দলের অপর অংশের নেতারা কেন্দ্রে অভিযোগ জানান। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে কমিটি অনুমোদন দেওয়া হয়নি। এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও গত সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ফরহাদ চৌধুরী শামীম বলেন, ‘রাজপথের নেতা-কর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদীদের দিয়ে কমিটি করার চেষ্টা চলছে। বিষয়টি কেন্দ্রে জানানো হয়েছে। জেলা ও মহানগর শাখার কোনো নেতার সঙ্গে পরামর্শ না করেই দায়িত্বপ্রাপ্তরা একতরফা কমিটি গঠনের চেষ্টা করছেন দাবি করে শামীম বলেন, ওই কমিটি অনুমোদন পেলে তা দলের নেতা-কর্মীরা মেনে নেবে না।’ তবে একতরফা কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। এখন অনুমোদনের অপেক্ষায় আছি। দলের ত্যাগী নেতাদের দিয়েই কমিটি গঠনের চেষ্টা করা হয়েছে। কমিটি পূর্ণাঙ্গ হলে দলীয় কার্যক্রম আরও গতি পাবে।’

সর্বশেষ খবর