বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

উৎপাদনে ফিরছে দুটি সার কারখানা

নিজস্ব প্রতিবেদক

দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর উৎপাদনে ফিরছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড (সিইউএফএল)। আগামী ৭ ফেব্রুয়ারি অ্যামোনিয়া ও ১২ ফেব্রুয়ারি থেকে ইউরিয়া উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে শিল্পমন্ত্রণালয়।

২০১৫ সালের ৩১ জানুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে এ কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানাটি চালু হলে দৈনিক দেড় হাজার টন ইউরিয়া সার উৎপাদনের আশা করছে সংশ্লিস্টরা। এ ছাড়া, গত বছর অক্টোবর মাসে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া আশুগঞ্জ সার কারখানাও আগামী ৫ ফেব্রুয়ারি থেকে উৎপাদন শুরু করবে।

সর্বশেষ খবর