বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শহীদ মিনারে পথনাট্যোৎসব শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

শহীদ মিনারে পথনাট্যোৎসব শুরু

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হলো আট দিনব্যাপী পথনাট্যোৎসব। ‘মূল্যবোধের অবক্ষয় রুখব, মানবিক সমাজ গড়ব’  স্লোগানে গতকাল বিকালে এ উৎসবের উদ্বোধন করেন চিত্রশিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী।

ছায়ানটে বেঙ্গলের প্রাণের খেলা : বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘প্রাণের খেলা’ শীর্ষক নিয়মিত সংগীতানুষ্ঠান। সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনের এই অনুষ্ঠানটি সাজানো হয় শুধু রবীন্দ্রনাথের গান দিয়ে। গান পরিবেশন করেন বুলবুল ইসলাম। এর আগে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী দর্শক শ্রোতাদের সঙ্গে শিল্পীদের পরিচয় করিয়ে দেন।

কাদেরী কিবরিয়ার গানে মুগ্ধ শ্রোতারা : সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখীর আয়োজনে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো কাদেরী কিবরিয়ার একক সঙ্গীতসন্ধ্যা। গতকাল সন্ধ্যার এই আয়োজনে শিল্পী পরিবেশন করেন ‘তোমার কাছে এ বর’ ‘মুখখানি করো মলিনও’, ‘অকারণে অকালে মোর’সহ বেশকিছু পুরনো দিনের গান। সংগীত জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রায় দুই যুগ পর ঢাকায় একক সংগীত সন্ধ্যায় গাইলেন কাদেরী কিবরিয়া। এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠান উদ্বোধন করেন ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, আন্তর্জাতিক মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক আবদুল হাননান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, শাহীন সামাদ, ফাতেমা-তুজ জোহরা প্রমুখ।    

সর্বশেষ খবর