Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০১:৪৭

নিরপেক্ষ নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি টিআইবির

নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষ নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি টিআইবির

অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতার সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করে দক্ষ, নিরপেক্ষ ও দৃঢ়চেতা ব্যক্তিদের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানায় সংস্থাটি। সদস্যদের নিয়মিত ‘মেম্বারস্ ডে’ উপলক্ষে টিআইবির কার্যালয়ে গতকাল এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্যরা নির্বাচন কমিশন গঠনের জন্য কর্মরত ‘সার্চ কমিটি’ গৃহীত উদ্যোগ, বিশেষ করে অংশীজনকে সম্পৃক্ত করার দাবি জানান। একই সঙ্গে কমিশন গঠনে স্বচ্ছতা নিশ্চিতে কমিটি কর্তৃক বাছাইকৃত চূড়ান্ত তালিকা, যা রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে তা জনসমক্ষে প্রকাশ করার দাবিও জানায় টিআইবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশনে নিয়োগ প্রদানের সুস্পষ্ট সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এর পরও এ-সংক্রান্ত কোনো আইন এখনো প্রণীত হয়নি, যা উদ্বেগজনক। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের পেশাজীবী ৩৫ জন সদস্য সভায় অংশগ্রহণ করেন।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর