মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বৃষ্টি হলেই হাঁটুপানি চকবাজারে

ফারুক তাহের, চট্টগ্রাম

বৃষ্টি হলেই হাঁটুপানি চকবাজারে

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থান ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে। চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, কাজেম আলী মাস্টার স্কুল অ্যান্ড কলেজ, দারুল উলুম মাদ্রাসা, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়সহ সরকারি-বেসরকারি বেশ কয়েকটি স্কুল-কলেজ রয়েছে চকবাজার এলাকায়। বিশেষ করে এই ওয়ার্ডের মতো জলাবদ্ধতা নগরীর অন্য কোনো ওয়ার্ডে দেখা যায় না। সামান্য বৃষ্টিতেই এলাকায় হাঁটুপানি জমে যায়। এ ছাড়া যানজট, ময়লা-আবর্জনার কারণে সমস্যায় থাকেন ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের বাসিন্দারা। স্কুল-কলেজ ছুটির সময়ে প্রতিদিন দীর্ঘ সময়ের যানজট লেগে থাকে। সরেজমিন জানা যায়, মাত্র এক থেকে দেড় বর্গকিলোমিটার আয়তনের এই ওয়ার্ডে জনসংখ্যা প্রায় ৭০ হাজার। নালা ও খালগুলোর ওপর অবৈধভাবে বসতি নির্মাণ ও আবর্জনার স্তূপ থাকায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত। এলাকার গুরুত্বপূর্ণ কিছু মোড়ে আবর্জনার ভাগাড় থাকায় স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন এলাকাবাসী। অন্যদিকে ফুটপাথ ও রাস্তা অবৈধ দখলের কারণে হাঁটতেই হিমশিম খেতে হয়।

সর্বশেষ খবর