মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সহাবস্থান নষ্ট হয়েছে

——— সভাপতি, রাবি ছাত্র মৈত্রী

সহাবস্থান নষ্ট হয়েছে

প্রদীপ মার্ডি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র মৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডির মতে, রাকসু সক্রিয় না থাকার কারণে ছাত্র-শিক্ষকের সম্পর্কের মাঝে ফাটল ধরেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র-শিক্ষকের সহাবস্থান নষ্ট হয়ে গেছে। ছাত্রনেতা না থাকার কারণে প্রশাসনের কাছে শিক্ষার্থীরা কোনো দাবি নিয়ে যেতে পারছে না। প্রশাসন শিক্ষার্থীদের কোনো দাবিকে গুরুত্বও দিচ্ছে না। এই নেতা আরও বলেন, বর্তমান সময়ে যেসব শিক্ষার্থী ভর্তি হচ্ছে তারা রাকসু সম্পর্কে কোনো ধারণাই রাখে না। তারা জানেই না যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো এই রাকসু। অথচ প্রতি বছর ভর্তির সময় তারা রাকসু ফি প্রদান করছে। মার্ডি বলেন, নব্বইয়ের দশকে বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল থাকার কারণে রাকসু নির্বাচন দেওয়া সম্ভব হয়নি। রাজনৈতিক অস্থিতিশীলতা এখন আর নেই। তাই বর্তমান সময়ই রাকসু নির্বাচন দেওয়ার উপযুক্ত সময়। বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষক-কর্মচারীদের নির্বাচন হচ্ছে, অথচ শিক্ষার্থীদের নির্বাচন নানা অজুহাতে বন্ধ করে রাখা হয়েছে। কোনো সরকারই এই নির্বাচন নিয়ে ভাবছে না। এটি কাম্য নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর