শিরোনাম
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জামায়াতের ২৮ নারীকর্মী ফের রিমান্ডে

একজন মুজাহিদের ভাইয়ের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামায়াতের ২৮ নারীকর্মীকে ফের একদিন করে রিমান্ডে নেওয়ার অনুমাতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু রিমান্ডের এ আদেশ দেন। এর আগে দুই দিনের রিমান্ড শেষে মোহাম্মদপুর থানা পুলিশ আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে হাকিম একদিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক জামায়াতের ২৮ নারীর মধ্যে একজন আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ভাইয়ের স্ত্রীও রয়েছেন। বৃহস্পতিবার আটকের পর তাদের মধ্যে যুদ্ধাপরাধীদের স্বজন রয়েছে বলে জানালেও কার স্বজন তা জানায়নি পুলিশ। চার দিন পর গতকাল পুলিশ বলছে, এর মধ্যে যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত রয়েছেন। মামলার নথিসূত্রে জানা গেছে, গোপন বৈঠকে সরকার উত্খাত ও বড় নাশকতার পরিকল্পনার অভিযোগে গত বৃহস্পতিবার মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে জামায়াতের ২৮ নারীকর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়। ওই মামলার ১০ নম্বর আসামি সাকিয়া তাসলিম। তিনি জামায়াত নেতা মুজাহিদের ছোট ভাই আলী আকরামের স্ত্রী।

সর্বশেষ খবর