Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:৪৮

আমানতের সুদহার বাড়ানোর ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক

আমানতের সুদহার বাড়ানোর ইঙ্গিত

সম্প্রতি ব্যাংকগুলোর গচ্ছিত আমানতের ওপর দেওয়া সুদের হার ঋণের সুদহারের চেয়ে দ্রুত কমে যেতে দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে তা ৫ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে সঞ্চয়প্রবণতা ক্ষুণ্ন হচ্ছে এবং সঞ্চয়ের বদলে অপচয়মূলক ভোগ ও অন্যান্য অনুৎপাদনশীল কাজে ব্যবহারের প্রবণতার ঝুঁকি বাড়ছে। এই অবস্থা অব্যাহত থাকলে ব্যাংকিং ও আর্থিক খাতে দায়-সম্পদ ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে, যা বাঞ্ছনীয় নয় বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। এই প্রেক্ষিতে আমানতের সুদহারের নিম্নগামী প্রবণতা রোধের বিষয়ে সক্রিয় থাকার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়, ঋণের সুদহার নিম্নগামী ধারায় রাখার জন্য মধ্যবর্তী ‘স্প্রেড’ সংকোচন করতে হবে। তবে এ ক্ষেত্রে ঋণের সুদহার কম রাখার জন্য আমানতের সুদহার না কমিয়ে সুদহার ও ঋণের সুদহারের ব্যবধান কমিয়ে আনতে বলেছে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর