শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে দেশ : নজরুল

নিজস্ব প্রতিবেদক

সাবেক আমলা কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে নিয়োগ দিয়ে সরকার দেশকে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’র দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল দুপুরে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী বন্ধু দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য দেন। নজরুল ইসলাম খান বলেন, ইসি গঠন নিয়ে খেলাধুলা করা ঠিক হয়নি। কারণ ইসি নির্বাচন পরিচালনার মূল প্রতিষ্ঠান।

সর্বশেষ খবর