বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সিটি স্ক্যান ও এমআরআই মেশিন ৭ মাস ধরে অচল

রমেকের রোগীরা সেবা বঞ্চিত

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে সিটি স্ক্যান ও ম্যাগনেটিক রিসোন্যান্স ইমেজিং (এমআরআই) যন্ত্র দুটি সাত মাস ধরে অচল পড়ে আছে। গুরুত্বপূর্ণ এ যন্ত্র দুটি কবে সচল হবে নিশ্চিত করে বলতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। যন্ত্র দুটি নষ্ট হওয়ায় স্বল্প খরচে আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ অঞ্চলের রোগীরা।

সূত্র জানায়, গত বছরের জুনের শেষ দিকে চালু করার পর সুইচটি বিকল হওয়ায় সিটি স্ক্যান যন্ত্রটি অচল হয়ে পড়ে আছে। ৩ কোটি টাকা ব্যয়ে এ যন্ত্রটি স্থাপন করা হয় ২০০৬ সালের ১৫ ফেব্রুয়রি। আর মস্তিষ্ক ও মেরুদণ্ডের ভিতরের রোগ নির্ণয়ের এমআরআই যন্ত্রটিও ২০১২ সালে স্থাপন করা হয়। এটি চালাতে বৈদ্যুতিক খুঁটি থেকে যন্ত্র পর্যন্ত প্রায় ৫০ গজ তার গত বছরের জুলাইয়ে চুরি হওয়ায় তাও অচল পড়ে আছে। যন্ত্র দুটি চালু থাকলে প্রতিদিন কমপক্ষে ৫০ জন রোগীর রোগ নির্ণয় করা সম্ভব হতো। হাসপাতালের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, এমআরআই যন্ত্রে হাসপাতালে খরচ পড়ে ৩ হাজার টাকা। বাইরে করতে ব্যয় হয় ৬-৭ হাজার টাকা। আর সিটি স্ক্যান যন্ত্রে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে হাসপাতালে খরচ পড়ে ২ থেকে ৪ হাজার টাকা। সেখানে বাইরে খরচ পড়ে ৪ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর