বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জাবিতে ১২ শিক্ষার্থী বহিষ্কৃত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন ঘটনায় ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে শিক্ষার্থী মারধরের জন্য ১০ ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির জন্য দুজনকে সাময়িক এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলামকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে নাজমুল হুদা শিক্ষার্থী মারধর ও ভর্তি পরীক্ষায় জালিয়াতি উভয় ঘটনায় আলাদাভাবে সাময়িক বহিষ্কৃত হয়েছেন।

বহিষ্কারের এসব আদেশ গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় অনুমোদন করা হয় বলে জানান রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।

ভর্তি পরীক্ষায় জালিয়াতির জন্য সাময়িক বহিষ্কৃতরা হলেন— আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এস এম শরীফ আহমেদ ও গণিত বিভাগের মো. নাজমুল হুদা। এদের মধ্যে এস এম শরীফ আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রলীগের গত কমিটির দফতর সম্পাদক এবং নাজমুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ-কর্মী।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর