বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরায় শুরু হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় শুরু হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনী

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল শুরু হয়েছে ১১তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০১৭। এতে দেশি-বিদেশি ক্রেতা দর্শনার্থীরা ভিড় করেন —বাংলাদেশ প্রতিদিন

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ১১তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০১৭। গতকাল এর উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের অ্যাম্বাসেডর এইচই এমএ মিংকিয়াং, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বোস, এফবিসিসিআইর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সফিউল ইসলাম মহিউদ্দীন, বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, সিসিপিআইটি টেক্স চায়নার সেক্রেটারি জেনারেল ঝাং টো প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, গার্মেন্ট খাতের সঙ্গে টেক্সটাইল ও ফেব্রিক উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়েছে।

সর্বশেষ খবর