বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সার্কের পাঁচ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সার্কভুক্ত ৬টি দেশের মধ্যে নেপাল ছাড়া বাকি ৫টি দেশের সঙ্গেই বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের শীতকালীন অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ সর্বোচ্চ ৪ হাজার ৭৬৩ দশমিক ২৮ মিলিয়ন ইউএস ডলার। এরপরই পাকিস্তানের সঙ্গে ৪৬০ দশমিক ৪৩ মিলিয়ন, ভুটানের সঙ্গে ১৬ দশমিক ৮৬ মিলিয়ন, শ্রীলঙ্কার সঙ্গে ১৪ দশমিক ৫৫ মিলিয়ন, আফগানিস্তানের সঙ্গে ১ দশমিক ৩২ মিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে। তবে একমাত্র নেপালের সঙ্গে ৮ দশমিক ৪৮ মিলিয়ন ইউএস ডলার বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে।

সর্বশেষ খবর