বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মার্চে মেয়াদোত্তীর্ণ বাসের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক

আগামী মার্চ থেকে রাজধানীর মেয়াদোত্তীর্ণ বাস অপসারণে ব্যাপক অভিযান শুরু হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ঢাকা মহানগর পুলিশ, বিআরটিএ ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করবে। এ ছাড়া সড়কে পার্কিং বন্ধ ও চালকদের শিক্ষাগত যোগ্যতাও পরীক্ষা করা হবে। প্রাথমিকভাবে অবৈধ পার্কিং বন্ধে গুলিস্তান, মতিঝিল, পল্টন, আজিমপুর ও পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় অভিযান পরিচালনা করা হবে।

গতকাল দুপুরে নগরভবন মিলনায়তনে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমন্বয় সভা শেষে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ২০ বছরের অধিক সময় ধরে ব্যবহৃত বাস রাজধানীতে আর চলতে দেওয়া হবে না। বিআরটিএ, পুলিশ ও ঢাকা জেলা প্রশাসন এ ব্যাপারে একমত পোষণ করেছে। গুলিস্তান হকারমুক্ত অভিযানের মতো নিরবচ্ছিন্নভাবে মেয়াদোত্তীর্ণ বাস অপসারণে অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, আইনানুযায়ী গাড়ি চালকদের যে পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা (অষ্টম শ্রেণি) থাকা দরকার সেটা না থাকলে রাজধানীতে তাদের গাড়ি চালাতে দেওয়া হবে না। সমন্বয় সভায় অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে মতিঝিল, গুলিস্তান ও পল্টন এলাকায় যত্রতত্র পরিবহন পার্কিং বন্ধ করা, স্টাফ বাস নির্ধারিত জায়গায় রাখা ও অপ্রাপ্ত বয়স্কদের ড্রাইভিং বন্ধ করা।

সর্বশেষ খবর