বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
ফেসবুকে পরিচয়

বিয়ের আশ্বাসে ধর্ষণ গ্রেফতার ধর্ষক

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়। রাত জেগে চ্যাটিং, মোবাইল নম্বর আদান-প্রদান। একপর্যায়ে প্রেমে জড়িয়ে পড়েন সদ্য তালাকপ্রাপ্ত সেবিকা আহমেদ (৩০) (ছদ্মনাম) এবং প্রতারক সুমন কুমার কুণ্ডু। সুমনের কথামালায় মুগ্ধ হয়ে আবারও নতুন করে সুখস্বপ্ন দেখতে শুরু করেন সেবিকা। বিয়ের  আশ্বাস দিয়ে সেবিকাকে বগুড়া থেকে ঢাকায় নিয়ে আসেন সুমন। প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলে স্বামী-স্ত্রীর পরিচয়ে বাস করে আসছিলেন তারা। বিয়ের জন্য চাপ দিলে সুমন একপর্যায়ে গোপনে ধারণকৃত শারীরিক সম্পর্কের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি টিম মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পান্থপথ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ভুক্তভোগী মহিলাকে উদ্ধারসহ গ্রেফতার করে সুমন কুমার কুণ্ডুকে। এ ঘটনায় রাজধানীর শেরেবাংলানগর থানায় বাদী হয়ে মামলা করেছেন ভুক্তভোগী। পিবিআই ঢাকা মেট্রো অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ জানান, গত বছরের ফেব্রুয়ারিতে আগের স্বামীর সঙ্গে ডিভোর্সের পর বাবার বাড়ি বগুড়াতেই বাস করছিলেন ওই নারী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ঢাকায় নিয়ে আসেন সুমন। হোটেলে ওঠার পর ওই নারী জানতে পারেন এর আগেও সুমন অনেক নারীকে একই হোটেলে নিয়ে এসেছিলেন।

 এ মামলাটির তদন্ত করবে পিবিআই। তিনি আরও বলেন, সুমনের ফাঁদে পড়ে অনেক মেয়ের সংসার ভেঙে গেছে। এরই মধ্যে তার বিরুদ্ধে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা পাওয়া গেছে।

সর্বশেষ খবর