Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০১:৩৬

ছাত্রীকে উত্ত্যক্তের জের

শাবি শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ পুলিশের ফাঁকা গুলি

শাবি প্রতিনিধি

শাবি শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ পুলিশের ফাঁকা গুলি

এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে গতকাল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ দফা দফায় ফাঁকা গুলি চালিয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুনশী নাসের ইবনে আফজাল জানান, সন্ধ্যা ৬টা থেকে প্রায় দুই ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলে। তিনি আরও জানান, নৃবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লিমন ও মোস্তাক নামে স্থানীয় দুই যুবক উত্ত্যক্ত করে। পরে ওই ছাত্রী তা অন্য শিক্ষার্থীদের জানালে তারা যুবকদের সঙ্গে কথা বলতে যান। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে মোস্তাক এক শিক্ষার্থীকে চড় মারেন। এরপর শিক্ষার্থীরা জড়ো হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান নিলে স্থানীয়রা তাদের ওপর ঢিল ছোড়েন ও ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ নিয়ে সংঘর্ষ শুরু হলে এবং শিক্ষার্থীরা কয়েকটি দোকান ভাঙচুর করলে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ৫২ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর