শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অন্যের হয়ে পরীক্ষা ১১ ছাত্র কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

চলতি দাখিল পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে আটক ১১ কলেজছাত্রকে গতকাল কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এরা হলেন আহসান আলী, এমরান হোসেন, সাগর মিয়া, মোস্তাফিজার রহমান, রুবেল মিয়া, শাহাবুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম, সোহেল মিয়া, আবু বক্কর সিদ্দিক, রাকিবুল হাসান ও শাকিল মিয়া। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ জানান, বুধবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে উপজেলার কোমরসই দাখিল মাদ্রাসা থেকে অংশ নেওয়া ২৫ পরীক্ষার্থীর মধ্যে ১১ জনের পরিবর্তে কলেজছাত্ররা পরীক্ষায় অংশ নেন। তাদের আটক করার পর যাচাই-বাছাই শেষে সবার বিরুদ্ধে কেন্দ্র সচিব ও জাফরপাড়া দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম বুধবার রাতে পীরগঞ্জ থানায় মামলা করেন। পাসের হার বাড়াতেই মাদ্রাসা কর্তৃপক্ষ এমন জালিয়াতির আশ্রয় নেয় বলে জানান তিনি। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, আটকদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পর কোমরসই দাখিল মাদ্রাসার সুপার আছির উদ্দিন গা ঢাকা দিয়েছেন।

সর্বশেষ খবর